অনেকেই স্মার্টফোন ল্যাপটপ থেকে চার্জ করে নেন। ল্যাপটপ থেকে ফোন চার্জ করার সুবিধা অনেক। চার্জারের দরকার হয় না। ইউএসবি ক্যাবল থাকলেই হলো। অফিস হোক কিংবা ক্যাফে, সহজে চার্জ করাও যায়। ইলেকট্রিকে বোর্ডেরও দরকার পড়ে না। কিন্তু এতে লাভের বদলে ক্ষতিই হয় বেশি।
ল্যাপটপ দীর্ঘদিন ধরে পরিষ্কার না করলে নানা জায়গায় ময়লা জমতে থাকে। এর মধ্যে অন্যতম হলো ল্যাপটপের চার্জিং পোর্ট। এটি পরিষ্কার না করলে ডিভাইসের ক্ষতি হতে পারে। তাই নিয়মিত এটি পরিষ্কার করতে হয়।